ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইড ল্যাবরেটরি মডেল স্কুলে এনজিওর প্রভাব বন্ধের আবেদন

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ জানুয়ারি ২০২১

সুইড ল্যাবরেটরি মডেল স্কুলে এনজিওর প্রভাব বন্ধের আবেদন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী নীতিমালা অমান্য করে এনজিওর নিয়ন্ত্রণে ‘সুইড ল্যাবরেটরি মডেল স্কুল’ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর ইস্কাটনে প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি গঠনে সরকারী নীতিমালা মানা হচ্ছে না এমন অভিযোগ এনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-কর্মচারীরা। জানা গেছে, নীতিমালা অনুসারে এনজিও সদস্য পরিচালনা কমিটিতে থাকার সুযোগ না থাকলেও ‘সুইড বাংলাদেশ’ তেমন প্রতিনিধি রাখা হয়েছে। প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক কর্মচারী স্কুলটি পরিচালনায় সরকারী নীতিমালা বাস্তবায়নের দাবি করে সরকারের সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করেছেন। শিক্ষকরা বলেছেন, সুইড এনজিও স্কুলটি পরিচালনার ক্ষেত্রে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৯ সালে বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছিল। ২০১৯ নীতিমালায় প্রতিটি বিদ্যায় স্বতন্ত্র বিদ্যালয় হিসেবে বিবেচিত হবে এবং বিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ওই বিদ্যালয়ের সম্পত্তি বলে বিবেচিত হবে। এই বিধান করে নীতিমালা অনুমোদন হয়। ফলে ২০১৯ সালের নীতিমালা মোতাবেক সুইড এনজিওরটির ‘সুইড ল্যাবরেটারি মডেল স্কুল’ পরিচালনার ক্ষেত্রে কোন কর্তৃত্ব নেই। প্রতিটি বিদ্যালয় স্বতন্ত্র বিদ্যালয় হিসেবে বিবেচিত হবে। সরকারী ১০০ ভাগ বেতন প্রাপ্তি সাপেক্ষে কর্মকর্তা এবং শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীনে কর্মরত থাকবেন এবং উক্ত প্রতিষ্ঠানের প্রদত্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন।
×