ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপপুর পরমাণু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা

প্রকৌশলী অমিনুলকে কেন জামিন দেয়া হবে না ॥ রুল

প্রকাশিত: ২৩:২৮, ২৭ জানুয়ারি ২০২১

প্রকৌশলী অমিনুলকে কেন জামিন দেয়া হবে না ॥ রুল

স্টাফ রিপোর্টার ॥ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা চার মামলায় প্রকৌশলী আমিনুল ইসলামকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখে আদেশ দিয়েছে আপীল বিভাগ। ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর এক মামলায় জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের খারিজ করে দিয়েছে হাইকোর্ট। নলছিটির মেয়রপ্রার্থী মাসুদের প্রতীক বরাদ্দের নির্দেশ আপীলেও বহাল ॥ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখে আদেশ দিয়েছে আপীল বিভাগ। এর ফলে তাকে এখন প্রতীক বরাদ্দ দিতে আইনী আর কোন বাধা নেই। নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের দেয়া আদেশ স্থগিত চেয়ে কেএম মাসুদের করা আপীল আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে রাশেদ চিশতীর জামিন বহাল ॥ ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর এক মামলায় জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে নিম্ন আদালতে একটি মামলায় রাশেদুল হক চিশতীকে দেয়া জামিনের রায় হাইকোর্টেও বহাল থাকল। খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ ॥ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি খালেদা জিয়া। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদক খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। তাদের মধ্যে সাত আসামি মারা গেছেন। তারা হলেনÑ সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এমকে আনোয়ার, এম শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম ও বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। অন্য আসামিরা হলেনÑ বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এএসএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এএম সানোয়ার হোসেন ও বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর।
×