ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিকা রফতানিতে বিধিনিষেধ জারি করবে ইইউ

প্রকাশিত: ২৩:১৭, ২৭ জানুয়ারি ২০২১

টিকা রফতানিতে বিধিনিষেধ জারি করবে ইইউ

জনকণ্ঠ ডেস্ক ॥ টিকা আবিষ্কার হওয়ার পর করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত ছিলেন সবাই। এবার সুখবর দিল মডার্না। তাদের টিকা নতুন ধরনের করোনা বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবার করোনাভাইরাসের টিকা রফতানিতে বিধিনিষেধ জারি করবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী সারাবিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২১ লাখ ৫১ হাজার ৫৬৯ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ২৪ লাখ ২ হাজার ৬৭০ জন। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স, এনডিটিভি, আলজাজিরা ও এএফপির। করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায়। এর বিরুদ্ধে মডার্নার কোভিড-১৯ টিকাটি কার্যকরী বলে দেখা গেছে বলে দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানির বিজ্ঞানীরা। গবেষণাগারের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই টিকা দেয়ার পর শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হয় তা নতুন ধরনটি শনাক্ত ও ঠেকাতে সক্ষম হয়েছে। তবে টিকা নেয়া মানুষদের ক্ষেত্রে এটি কতটা সত্যি, তা পুরোপুরি নিশ্চিত হতে আরও গবেষণার দরকার হবে। কয়েকটি দেশে দ্রুত হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরনটি। টিকা রফতানিতে কড়াকড়ি আরোপ করছে ইইউ ॥ করোনাভাইরাসের টিকা রফতানিতে কড়া বিধিনিষেধ জারি করবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ পরিকল্পনায় কাটছাঁটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ইইউ। মঙ্গলবার স্বাস্থ্যবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকাইডস বলেন, নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোন পদক্ষেপ নেবে ইইউ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়াল আড়াই কোটি ॥ বিশ্বের বিভিন্ন দেশে গণহারে করোনার টিকাদান সত্ত্বেও থেমে নেই সংক্রমণ। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এরমধ্যেই, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই কোটি।
×