ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল ঢাকা-দিল্লী বৈঠক

স্থলপথে ভারতের ভিসা পদ্ধতি সহজ হচ্ছে

প্রকাশিত: ২৩:১৭, ২৭ জানুয়ারি ২০২১

স্থলপথে ভারতের ভিসা পদ্ধতি সহজ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ সহজ করা হচ্ছে ভারতের ভিসা পদ্ধতি। দেশটির ভিসা পদ্ধতি বরাবরই নানা জটিলতার আবর্তে ঘেরা। যে কারণে জরুরী প্রয়োজনেও অনেকেই ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়। এ অবস্থায় আপাতত স্থলপথে ভারতের ভিসা পদ্ধতি সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য আাগামীকাল বৃহস্পতিবার স্থলপথে ভারতে প্রবেশ ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লী। এছাড়া খুব শীঘ্রই ভারতে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে জানিয়েছেন হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খুব সহসাই স্থলপথের ভিসা পদ্ধতি সহজ করা হচ্ছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিপি সচিব সঞ্জয় ভট্টাচার্য দিল্লীতে কনস্যুলার সেবা নিয়ে আলোচনা করবেন। এটি হবে দ্বিতীয় কনস্যুলার সংলাপ। এর আগে বছর তিনেক আগেও হয়েছিল। দুই দেশের মানুষ যেন নির্বিঘ্নে একে অপরের দেশে ভ্রমণ করতে পারে সেটি নিয়ে আলোচনা হবে দ্বিতীয় কনস্যুলার সংলাপে। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা সব বন্দর খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করার জন্য ভারতকে অনুরোধ করব। কারণ স্থলবন্দর দিয়ে এখনও ভারতে প্রবেশ করা যাচ্ছে না। তাছাড়া বাংলাদেশে একজন ভারতীয় যেকোন থানায় নিবন্ধন করতে পারে কিন্তু ভারতে যখন কোন বাংলাদেশী যায় তখন নির্দিষ্ট করে দেয়া থানায় নিবন্ধন করতে হয়। যা অনেক সময়ে ঝামেলা তৈরি করে। এবারে আমরা বিষয়টি উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করব। জানা গেছে, আসন্ন সংলাপে বন্দী বিনিময় চুক্তির বিষয়টিও এজেন্ডায় রয়েছে। বর্তমানে দুজন বাংলাদেশী- যারা ভারতে দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাদের বাংলাদেশে এনে বাকি দণ্ড কাটানোর সুযোগ দেয়ার দাবি জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্থলপথের ভিসা সহজ করার পাশাপাশি খুব শীঘ্রই পর্যটন বা ট্যুরিস্ট ভিসাও চালু করবে ভারত। প্রায় এক বছর ধরে বর্তমানের এ ভিসা বন্ধ রয়েছে। দেশের নিম্নবিত্ত-মধ্যবিত্ত ও বিত্তবানদের কাছে ভারতীয় ভিসার যথেষ্ট কদর ও চাহিদা রয়েছে। স্থলপথে স্বল্পব্যয়ে চিকিৎসা ও ট্যুর করার আগ্রহীদের চরম ভিড় জমে ঢাকায় ভারতীয় হাইকমিশনে। ভারত প্রতিদিন গড়ে প্রায় হাজার দশেক ভিসা ইস্যু করে। তারা আকাশ ও স্থলপথে ভ্রমণ করেন। কিন্তু করোনা মহমারীর দরুন ভারত ট্যুরিস্ট ভিসা প্রদান স্থগিত রেখেছে। এ জন্য ভ্রমণপিয়াসী ব্যবসায়ীরাও বারবার দাবি জানিয়ে আসছে এ ভিসা চালুর জন্য। ঢাকায় ইতোমধ্যে কয়েকবার বিক্রমকুমার দোরাইস্বামীও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।
×