ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশীট

প্রকাশিত: ২৩:০৮, ২৭ জানুয়ারি ২০২১

গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ মাদক ও অস্ত্র মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় চার্জশীট দাখিল করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক এ চার্জশীট দাখিল করেন। আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার দায়িত্বরত পুলিশের এসআই মাজহারুল ইসলাম জানান, মহানগর হাকিম শাহিনুল ইসলাম মাদক মামলার অভিযোগপত্রে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন। আর অস্ত্র মামলার অভিযোগপত্র স্বাক্ষর করেন মহানগর হাকিম মামুনুর রশীদ। গত বছরের ২১ নবেম্বর মেরুল বাড্ডার বাড়ি থেকে মনিরকে গ্রেফতার করে র‌্যাব। সেখান থেকে জব্দ করা হয় নগদ ১ কোটি ৯ লাখ টাকা, চার লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, সোনা চোরাচালানে জড়িত থাকার কারণে তাকে সবাই গোল্ডেন মনির নামে চেনে। সোনা চোরাচালান দিয়ে সম্পদ গড়া শুরু করলেও পরে জমির ব্যবসায় জড়িয়ে ‘মাফিয়া’ হয়ে উঠেছিলেন মনির। তার গাড়ির ব্যবসাও রয়েছে।
×