ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ৬টি অবৈধ ইটভাঁটিতে অভিযান

প্রকাশিত: ২১:৩৭, ২৬ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ৬টি অবৈধ ইটভাঁটিতে অভিযান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলার ৬টি অবৈধ ইটভাঁটিতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। এ সময় ৪টি ইটভাঁটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ ও র‌্যাব-১১’র সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবেশ অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলায় ৬টি ইটভাঁটিতে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ইটভাঁটিগুলো হলো- বন্দরের বারপাড়ার দশদোনার এলাকার মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১, মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২ আড়াইহারের ফাউসার এলাকার মেসার্স এমমবি ব্রিকস, ফাউসা, মেসার্স জি এন ব্রিকস, রূপগঞ্জের তারাবোর কর্ণগোপ এলাকার মেসার্স এ এস বি ব্রিকস-১, মেসার্স এ এস বি ব্রিকস-২। এদের মধ্যে মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২, মেসার্স এমবি ব্রিকস, মেসার্স জি এন ব্রিকস নামের ইটভাঁটির প্রত্যেককে ১০ লাখ টাকা ও মেসার্স এএসবি ব্রিকস-২ কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে ইটভাঁটির সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ প্রদান করা হয়েছে। মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২, মেসার্স এ এস বি ব্রিকস-১ এর ইটভাঁটি চিমনী সম্পূর্ণরূপে ভেঙ্গে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ কার্যালয়ে উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের কারণে অবৈধ ইটভাঁটিগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদফর, নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ ইটভাঁটি বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
×