ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিনের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা তৈরির নির্দেশ

প্রকাশিত: ২০:৩৯, ২৬ জানুয়ারি ২০২১

ভ্যাকসিনের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা তৈরির নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশের সব তফসিলিভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এর আগে ব্যাংক কর্মীদেরও তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আর্থিকখাতের এ নিয়ন্ত্রণ সংস্থা। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে ভারত সরকারের দেওয়া উপহার ও প্রথম চালানের ৭০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারিতে কর্মরতদের মধ্যে এসব টিকা প্রয়োগ করতে চায় সরকার। এ লক্ষ্যে তালিকা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব তালিকা তৈরির কাজ চলছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেয়ে এ তালিকা তৈরির সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন কেনার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন সংগ্রহ করে জনগণকে টিকার আওতায় আনা হবে।
×