ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসানকে নিয়ে আশা পূরণ তামিমের

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ জানুয়ারি ২০২১

হাসানকে নিয়ে আশা পূরণ তামিমের

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম মিশনে যেমনটা চেয়েছিলেন ঠিক তাই হয়েছে তামিম ইকবালের জন্য। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং- এ তিনটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে পেস বোলিং বিভাগের পারফর্মেন্স সন্তুষ্ট করেছে অধিনায়ক তামিমকে। তরুন পেসার হাসান মাহমুদ তার প্রত্যাশা পূরণ করেছেন। তাই হাসানকে নিয়ে মুগ্ধ তামিম ভবিষ্যতে আরও ভাল কিছু পেতে আশাবাদী। সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয় ২১ বছর বয়সী ডানহাতি পেসার হাসানের। সেই ম্যাচেই তিনি দ্যুতি ছড়ান। দারুন বোলিং করে ৩ উইকেট শিকার করেন। এর মধ্যে আবার হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে। সর্বোপরি টিম ম্যানেজমেন্ট তার ওপর যে আস্থা রাখে তার পূর্ণ প্রতিদান দিতে সক্ষম হয়েছেন হাসান। হাসানের পারফর্মেন্সে তাই খুশি অধিনায়ক তামিমও। দ্বিতীয় ম্যাচেও একটি উইকেট নেন এ তরুন। মুগ্ধ তামিম দাবি করেছেন টিম ম্যানেজমেন্ট যেমন একজন পেস বোলারের খোঁজে ছিল হাসান তাদেরকে সেটাই দিতে পেরেছে। তামিম বলেন,‘একসময় আমাদের ক্রিকেটে ভাল ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন পাইপলাইনে অনেক বোলার আছে। দেখুন, এখন দুই-তিনজন ভাল মানের ফাস্ট বোলারও বসে থাকছে, একাদশে জায়গা হয় না। তারা সবাই চ্যালেঞ্জিং এবং এটা খুবই ভাল একটা দিক। হাসানের দারুন অভিষেক হয়েছে। আমরা যেমন- একজনকে খুঁজছিলাম, গতিতে বল করবে এবং মাঝের ওভারগুলোতে উইকেট নেবে। আমার মনে হাসান ঠিক সেই একজনই।’ পুরো সিরিজেই পেস বোলাররা দারুন বোলিং করেছেন। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে অপরিহার্য মোহাম্মদ সাইফউদ্দিন ও পরীক্ষিত তাসকিন আহমেদ খেলার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে তারা খেলতে নেমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। পেস বোলিং নিয়ে তামিম বলেন,‘রুবেলও আছে। তাসকিন খুব ভাল প্রচেষ্টা দেখিয়েছে। সত্যি বলতে, তাসকিন খুবই ভাল বোলিং করেছে গত ৬ মাস ধরে। আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে হয়তো সেরা ফাস্ট বোলার ও (তাসকিন) ছিল। ফাস্ট বোলিং ইউনিট নিয়ে আমি খুবই খুশি।’
×