ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফিফ-মাহেদির নতুন মিশন

প্রকাশিত: ১৮:০০, ২৬ জানুয়ারি ২০২১

আফিফ-মাহেদির নতুন মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে সোমবার। ওয়ানডে দলে থাকলেও কোন ম্যাচে খেলা হয়নি দুই তরুন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মাহেদি হাসানের। সিরিজ চলার কারণে জাতীয় দলের তাঁবুও ছাড়তে পারেননি। সিরিজ শেষ হতেই এ দু’জন জাতীয় দলের তাঁবু ছেড়ে উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে। তাদের নতুন মিশন আবুধাবীতে অনুষ্ঠিতব্য চতুর্থ টি১০ ক্রিকেট আসরে। দু’জনই এবার প্রথমবারের মতো খেলবেন এই আসরে বাংলা টাইগার্সের হয়ে। আফিফ দলটির আইকন। বৃহস্পতিবার আবুধাবীতে মাঠে গড়াবে টি১০ ক্রিকেট লীগের চতুর্থ আসর। এবারের আসরে খেলবেন ৬ বাংলাদেশী। নাসির হোসেন, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ, শেখ মাহেদি ও তাসকিন আহমেদ দল পেয়েছিলেন এবারের আসরে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাসকিন টেস্ট দলে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাননি। তার পরিবর্তে সুযোগ পান অফস্পিন অলরাউন্ডার সোহাগ গাজী। ইতোমধ্যেই দুবাই পৌঁছে গেছেন নাসির, মুক্তার, সোহাগ ও মোসাদ্দেক। তাদের সঙ্গে এবার যোগ দিলেন আফিফ ও মাহেদিও। বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল তাসকিন টেস্ট দলের অংশ হওয়ায় তাকে এনওসি দেওয়া হয়নি। তাছাড়া তাসকিন নিজেও এ বিষয়ে তেমন আগ্রহ দেখাননি। বাকিরা সবাই পেয়েছিলেন এনওসি। সবার আগে দুবাইয়ে যান মুক্তার ও নাসির। এরপর সোহাগ এবং সর্বশেষ ৩ দিন আগে মোসাদ্দেকও গেছেন। শুধু অপেক্ষা ছিল আফিফ ও মাহেদির। তারা ওয়ানডে দলের সদস্য ছিলেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই দুবাইয়ে রওনা হন তারা সোমবার রাতে। এবার টি১০ আসরে তাসকিনকে নিয়েছিল মারাঠা এ্যারাবিয়ান্স। তার বদলে দলটিতে খেলবেন সোহাগ। একই দলে আছেন মোসাদ্দেক ও মুক্তার। আফিফ ও মাহেদি বাংলা টাইগার্সে ও নাসির খেলবেন পুনে ডেভিলসে। এর মধ্যে বাংলা টাইগার্সের আইকন আফিফ।
×