ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র হত্যা ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ জানুয়ারি ২০২১

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র হত্যা ॥ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল ছাত্র তানভীর হোসেনকে (১৯) হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। নিহত তানভীর হোসেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ শ্রেণীর ছাত্র। গ্রেফতারকৃতরা হলেন নিহত ভানতীরের পাশের বাড়ি বাসিন্দা উজ্জল মিয়া, জাহির মিয়া ও শান্ত। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ নছরতপুরের সৈয়দ আলীর পুকুর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। এর আগে ২৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে ভানভীরকে ডেকে নেয় দুর্বৃত্তরা। প্রায় রাত সাড়ে ৭টায় তানভীরকে হত্যা করে পুকুরে মাটি চাপা দিয়ে হত্যাকারীরা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। তানভীরকে না পেয়ে তার পিতা ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানায় এসে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তানভীরকে উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে ২৫ জানুয়ারি দিবাগত রাতে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে তারা হত্যার ঘটনার বর্ণনা দেয়। আজ মঙ্গলবার দুপুরে হত্যাকারীদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাকী জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর আছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
×