ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ১২:৩৯, ২৬ জানুয়ারি ২০২১

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতে আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। এর ফলে ভারতের ব্যবসায়ীরা মঙ্গলবার হিলি স্থলবন্দরের মাধ্যমে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যার কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ আছে। তবে বন্দরের বাংলাদেশ অংশের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। আগামী কাল বুধবার থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
×