ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুয়ারেজের নৈপুণ্যে শিরোপার পথে এ্যাটলেটিকো

প্রকাশিত: ২৩:৪২, ২৬ জানুয়ারি ২০২১

সুয়ারেজের নৈপুণ্যে শিরোপার পথে এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ ২৪ জানুয়ারি ৩৪তম জন্মদিন ছিল লুইস সুয়ারেজের। উরুগুইয়ান এই তারকা দিনটি উদযাপন করেছেন মাঠে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে। এদিন স্প্যানিশ লা লিগায় সফরকারী ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক এ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচে এক গোল করাসহ দারুণ পারফর্মেন্স প্রদর্শন করেন সুয়ারেজ। গত মৌসুমে বার্সিলোনা থেকে বাধ্য হয়ে এ্যাটলেটিকোতে আসার পর থেকে নিজের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন সুযারেজ। এখন পর্যন্ত লীগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আর এ্যাটলেটিকোকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন কাক্সিক্ষত শিরোপার পথে। আরেক ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া জয় পেয়েছে বার্সিলোনা। স্বাগতিক এলচেকে ২-০ গোলে হারিয়েছে সফরকারী কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন রিকি পুস। এই নিয়ে লীগে টানা চতুর্থ জয় ও সবমিলিয়ে টানা নয় ম্যাচে অপরাজিত আছে বার্সা। বর্তমানে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে বার্সিলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে দিয়াগো সিমিওনের এ্যাটলেটিকো মাদ্রিদ। মেসিসহ দুইজন মূল খেলোয়াড় না থাকায় বেশ সমস্যায় পড়তে হয় বার্সাকে। শুরুতে তেমন ভাল আক্রমণ শানাতে পারছিল না দলটি। ধীরে ধীরে প্রতিপক্ষের গোলমুখে চাপ বাড়াতে থাকে সফরকারীরা। চারটি ভাল আক্রমণও করে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। অবশেষে প্রত্যাশিত গোল আসে ৩৯ মিনিটে। প্রতিপক্ষের ভুলে পাওয়া এই গোলটি আসে ডি ইয়ংয়ের পা থেকে। বাঁদিক থেকে মার্টিন ব্রাথওয়েট ডি বক্সে গ্রিজম্যানকে ক্রস বাড়ান। বল প্রতিহত করতে গিয়ে ডিফেন্ডার দিয়াগো গঞ্জালেসের পায়ে লেগে গোললাইনের কাছে চলে যায়। সেখানে থাকা ডি ইয়ং পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন। বিরতির পর এলচে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান দেয়াল হয়ে দাঁড়ান।
×