ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাণিজ্য বন্ধ করে বিনামূল্যে টিকার দাবি বাম জোটের

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ জানুয়ারি ২০২১

বাণিজ্য বন্ধ করে বিনামূল্যে টিকার দাবি বাম জোটের

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভ্যাকসিন নিয়ে সকল ধরনের বাণিজ্য বন্ধসহ বিনামূল্যে সকলের জন্য ভ্যাকসিনের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। সকল মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বাম দলের সমন্বয়ে গঠিত এই জোট। পল্টন মোড়ে জামায়েত হয়ে সচিবালয়ে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান করে জোটের নেতাকার্মীরা বিক্ষোভ করেন। জোট সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের (মার্কসবাদী) আকম জহিরুল ইসলাম, ইউসিএলবির নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বে করোনায় একুশ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাস মোকাবেলায় নানা রকমের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে। অন্যান্য দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় ভ্যাকসিন সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবেলায় ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে বেক্সিমকোকে।
×