ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮৪ ডাক্তার ও নার্সকে টিকা প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ জানুয়ারি ২০২১

৮৪ ডাক্তার ও নার্সকে টিকা প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ নিজস্ব সীমানায় বসবাসকারীদের মাঝে করোনাভাইরাসের টিকা দেয়ার জন্য ৮৪ জন ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার সকাল ১০টা থেকে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে ডিএসসিসি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ এবং মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩০ জন ডাক্তার ও ৫৪ জন নার্সকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত এই প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বাস্থ্য অধিদফতরের প্রশিক্ষিত জাতীয় প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএসসিসির ডাঃ ফজলে শামসুল কবির ও ডাঃ নিশাত পারভীন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
×