ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পি কে হালদার সংশ্লিষ্ট ৩৩ জনের বিরুদ্ধে পাঁচ মামলা

প্রকাশিত: ২৩:২৩, ২৬ জানুয়ারি ২০২১

পি কে হালদার সংশ্লিষ্ট ৩৩ জনের বিরুদ্ধে পাঁচ মামলা

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ৩শ’ ৫১ কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে বিদেশ পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ থেকে সংস্থাটির উপপরিচালক মোঃ গুলশান আনোয়ার বাদী হয়ে গত রবিবার চারটি এবং সোমবার অন্য মামলাটি করেন। দুপুরে দুদক প্রধান কার্যালয়ে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এদিকে পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অপর এক মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
×