ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ লেখক

প্রকাশিত: ২৩:২০, ২৬ জানুয়ারি ২০২১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ লেখক

স্টাফ রিপোর্টার ॥ আত্মজীবনী শাখায় বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী এবং কবিতায় কবি মুহাম্মদ সামাদসহ দশ কীর্তিমান লেখক পাচ্ছেন ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারজয়ী দশ লেখকের নাম ঘোষণা করেন। আগামী গ্রন্থমেলার উদ্বোধনী দিনে পুরস্কারজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক লেখক তিন লাখ, সনদ ও সম্মাননা মেডেল পাবেন। এবার কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি মুহাম্মদ সামাদ। কথাসাহিত্যে পুরস্কার পাচ্ছেন ইমতিয়ার শামীম। প্রবন্ধ ও গবেষণা শাখায় নির্বাচিত হয়েছেন বেগম আকতার কামাল। অনুবাদে নির্বাচিত হয়েছেন সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশে কবি মুহাম্মদ সামাদ জনকণ্ঠকে বলেন, প্রকৃত অর্থে কোন লেখকই পুরস্কারের জন্য লেখে না। তবে পুরস্কার পেলে লেখকের মনে আনন্দ হয়। কারণ তখন সমাজের মানুষ কিংবা পাঠক সেই পুরস্কারপ্রাপ্ত লেখককে সম্মানের চোখে দেখে। তাই এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং বিচারকমণ্ডলির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, আগামী মার্চে অমর একুশে গ্রন্থমেলা হতে পারে। আর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করবেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, মহামারীর দুর্যোগের ভেতর দিয়ে এবারের পুরস্কারের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। বিচারকমণ্ডলির সদস্যসহ পুরস্কার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বেগ পেতে হয়েছে। এর আগে রবিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়? বৈঠকে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সভাপতি হাবীবুল্লাহ সিরাজী? সভায় আরও উপস্থিত ছিলেন ফখরুল আলম, কাজলকৃষ্ণ ব্যানার্জী, মুহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ কায়কোবাদ, কামাল চৌধুরী ও ইমরান কবির চৌধুরী?
×