ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘টিকা গ্রহণকারীও ছড়াতে পারে ভাইরাস’

প্রকাশিত: ২৩:২০, ২৬ জানুয়ারি ২০২১

‘টিকা গ্রহণকারীও ছড়াতে পারে ভাইরাস’

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ এর টিকা নেয়ার পরও সেই ব্যক্তিরা অন্যদের ভাইরাস সংক্রমিত করতে পারেন। তাই টিকা নেয়ার পরও লকডাউনের বিধি ঠিকমতো অনুসরণ করা উচিত বলে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জনাথন ভান-টাম। অন্যদিকে বিশ্বে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ১৮৮ জন। মারা গেছে ২১ লাখ ৪৩ হাজার ৮৮৭ জন। সুস্থ হয়েছে ৭ কোটি ২০ লাখ ১২ হাজার ১৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৭১ জন। যাদের মধ্যে এক লাখ ১০ হাজার ৫০৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৪ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন করোনা সংক্রমিত হয়েছে। একদিনে মারা গেছে ৯ হাজার ৫৫৩ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। ‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় লেখা এক আর্টিকেলে ভান-টাম লেখেন, বিজ্ঞনীরা এখনও ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টিকার প্রভাব কেমন তা জানেন না। টিকা আমাদের আশা দেখাচ্ছে। কিন্তু সংক্রমণের হার দ্রুত কমিয়ে আনতেই হবে। যুক্তরাজ্যে এরই মধ্যে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির ৮০ বছরের বেশি বয়সী ৭৫ শতাংশ মানুষকে এরই মধ্যে টিকার প্রথম ডো দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। দেশটির মোট কেয়ার হোমের তিন-চতুর্থাংশ টিকার আওতায় আনা হয়েছে। অধ্যাপক ভান-টাম বলেন, কোন টিকাই ১০০ শতাংশ কার্যকর নয়। টিকা সরবরাহে দেরি হওয়ায় আইনী ব্যবস্থা ॥ কোভিড-১৯ টিকা সরবরাহে দেরি নিয়ে ফাইজার এবং এ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনী পদক্ষেপের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মায়ো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, আমরা আমাদের পূর্বপরিকল্পিত টিকাদান প্রকল্প অনুযায়ীই কাজ করছি। সেটায় কোন পরিবর্তন আনা হয়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছিল, টিকার উৎপাদন আরও বাড়াতে তারা তাদের উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এনেছে। যে কারণে সাময়িকভাবে তাদের টিকা সরবরাহের গতি কমে গেছে। ফলে ইউরোপে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ করতে তাদের বিলম্ব হতে পারে। ফাইজারের টিকার অনুমোদন অস্ট্রেলিয়ায় ॥ ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচী শুরুর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। এ সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট। সবার জন্যই এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। সম্মুখ সারির যোদ্ধাদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে।
×