ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ

প্রকাশিত: ২৩:১৯, ২৬ জানুয়ারি ২০২১

বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে কেটে গেল অনিশ্চয়তার মেঘ। আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ১৮ মার্চ থেকে শুরু হয়ে এবারের গ্রন্থমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। শেষ হবে ১৪ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে এবারের মেলা। সেভাবেই সজ্জিত হবে গ্রন্থমেলা। এ বিষয়ে মেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। আমরাও এখন থেকে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছি। প্রথা অনুযায়ী প্রতিবছরের পয়লা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনার কারণে এ বছর পয়লা ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে না বলে আগেই জানান বাংলা একাডেমি কর্তৃপক্ষ । এর আগে গত ১০ ডিসেম্বর বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
×