ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০ জানুয়ারি ইন্টারনেটের গতি কমে যাবে

প্রকাশিত: ২৩:১৯, ২৬ জানুয়ারি ২০২১

৩০ জানুয়ারি ইন্টারনেটের গতি কমে যাবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ জানুয়ারি থেকে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণের জন্য কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সব সার্কিট বন্ধ থাকবে। এই সময়ে প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করা হবে। বিকল্প পথে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে সারা বিশ্বের সঙ্গে ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না। ব্যান্ডউইথ প্রবাহ ঠিক রাখতে সর্বোচ্ছ চেষ্টা করা হবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে। বিএসসিসিএল রবিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, সি-মি-উই-৫ ক্যাবল দীর্ঘদিন ধরে মেরামতের কাজ না করায় ব্যান্ডউইথ প্রবাহে সমস্যা দেখা দিয়েছে। এটা দূর করতে আগামী ৩০ জানুয়ারি শনিবার রাতে ক্যাবল মেরামতের কাজ শুরু করা হবে। ওই দিন দেশে ইন্টারনেট সেবা ধীর গতির হতে পারে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের সূচী অনুযায়ী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময় সি-মি-উই-৫‘র কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সব সার্কিট বন্ধ থাকবে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) ও আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। এই ৪ ঘণ্টা বিকল্প পথে দেশে ইন্টারনেট সরবরাহ দেয়া হবে। মেরামতের কাজটা যেহেতু গভীর রাতে হবে এতে বাংলাদেশের ইন্টারনেট ইউজারদের খুব একটা অসুবিধা হবে না। তবে ব্যবসা বাণিজ্য ও ব্যাংকিং সেবায় কিছুটা সমস্যা হতে পারে। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আগে থেকেই ওয়ালের্স ওয়াই-ফাই ব্যাকাপ হিসাবে রাখার কথা বলা হয়েছে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির জন্য বিএসসিসিএল বিকল্প ব্যবস্থা নিয়েছে। এর আগে গত বছরের আগস্টে আরও একবার সমস্যা দেখা দিয়েছিল এই ক্যাবলে।
×