ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজভীর প্রশ্ন

যারা পানির ন্যায্য হিস্যা দেয় না, তারা টিকা দিচ্ছে কেন?

প্রকাশিত: ২৩:০৯, ২৬ জানুয়ারি ২০২১

যারা পানির ন্যায্য হিস্যা দেয় না, তারা টিকা দিচ্ছে কেন?

স্টাফ রিপোর্টার ॥ ভারতের দেয়া ২০ লাখ টিকা নিয়ে বিএনপিতে সন্দেহ বাড়ছে। দলের নেতারা মনে করছেন ভারত তিস্তার পানি দেয় না অথচ টিকা নিয়ে তাদের দরদ এত উথলে উঠল কেন। এ নিয়ে সন্দেহ বাড়ছে। যারা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না, তারা করোনার টিকা দিচ্ছে আমাদের দেশের মানুষের ওপর পরীক্ষা চালানোর জন্য। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ভারতের দেয়া টিকা নিয়ে সন্দেহ পোষণ করে বলেন, ভারত থেকে যে টিকা এসেছে, তা বাংলাদেশের মানুষের ওপর পক্ষা চালানোর জন্য এসেছে। সরকারের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার এটা করেও ওদের মনে স্বাদ মিটছে না। এখন ভেজাল টিকা নিয়ে দেখবে ওরা মরে না বাঁচে। তারপরে এরা নেবে।
×