ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের গভীরতম গুহা!

প্রকাশিত: ২৩:০৪, ২৬ জানুয়ারি ২০২১

বিশ্বের গভীরতম গুহা!

পৃথিবীর বৃহত্তম গুহা রয়েছে ভিয়েতনামে। যার নাম সন ডোং। ভিয়েতনামের মাঝামাঝি এলাকার এক জঙ্গলে সন ডোং গুহাটি লুকিয়ে আছে। আট বছর আগে গুহাটি সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। লাখ লাখ বছর আগে বিদ্যমান একটি ভূগর্ভস্থ গোলকধাঁধা এবং গুহাটি এখন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গুহাটি এত বড় যে এর মধ্যে বানানো যাবে ৪০তলা ভবন। গুহার মোট দৈর্ঘ্য ৯ কিলোমিটার। এর মধ্যেই আবার রয়েছে ১৫০ গুহা। ঘন অরণ্য ও অনেক ভূগর্ভস্থ নদী গুহার অন্যতম বৈশিষ্ট্য। গুহায় বড় বড় ভবনের মতো পাহাড় রয়েছে। হো মিন নামে এক ব্যক্তি গুহায় গাইড হিসেবে কাজ করেন। তিনি জানান, গুহার নিজস্ব ইকোসিস্টেম এবং আবহাওয়ার ধরন রয়েছে যা বাইরের বিশ্বের চেয়ে সম্পূর্ণ আলাদা। গুহায় রয়েছে অসংখ্য বাদুড়। গুহাটিকে একটি প্রাকৃতিক আশ্চর্য হিসেবে বিবেচনা করা হয়। যা ২০১৩ সালে পর্যটনের জন্য খুলে দেয়া হয়। ভিয়েতনামের মধ্য কোয়াং বিন প্রদেশে ১৯৯১ সালে স্থানীয় বনবাসী হো ভ্যান খান প্রথমবার সন ডোং গুহার আবিষ্কার করেন। অক্সালিস ট্র্যাভেল নামে একটি কোম্পানি জানিয়েছে, এটি পৃথিবীর যেকোন গুহার চেয়ে অনেক বড়। নিউইয়র্ক সিটির মতো বড় বড় ৪০তলা ভবন নির্মাণ কাজ করার পক্ষে যথেষ্ট। ২০০৯ সালে ব্রিটিশ কেভ রিসার্চ এ্যাসোসিয়েশনের গুহাবিদরা গুহায় নেমে গবেষণা শুরু করেন। ২০১০ সালে তারা গুহার শেষে পৌঁছতে সক্ষম হন। এই গুহার দেয়ালকে ‘গ্রেট ওয়াল অব ভিয়েতনাম’ বলা হয়। এই গুহা এতই বড় যে, এর মধ্যে একটি বিমানও অনায়াসে ঢুকে যেতে পারে। -ইন্ডিয়া টুডে
×