ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ১৯:৪৫, ২৫ জানুয়ারি ২০২১

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতে নাম হৃদয় হোসেন (১০)। সে চট্টগ্রামের মিরসরাই থানার কাটা ছড়া এলাকার মজিবুল হকের ছেলে। সে মহানগরের বারবৈকা এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকত। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু হৃদয় শনিবার দুপুরে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক ট্রাক তার চালককে আটক করেছে। আটক ট্রাকচালক ফুলমিয়া জামালপুরের দেওয়ানগজ্ঞ থানার ঝাউডাঙ্গা এলাকার নইমুদ্দিনের ছেলে।
×