ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজীর কারণে দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে

ভ্যাকসিন নিয়ে কোন কেলেংকারি মেনে নেয়া হবেনা : বাবলু

প্রকাশিত: ১৭:৫১, ২৫ জানুয়ারি ২০২১

ভ্যাকসিন নিয়ে কোন কেলেংকারি মেনে নেয়া হবেনা : বাবলু

স্টাফ রিপোর্টার ॥ করোনার ভ্যাকসিন নিয়ে কোন কেলেংকারি মেনে নেয়া হবেনা বলে সতর্ক করেছেন বিরোধী দল জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, প্রাণঘাতি করোনা ভ্যাকসিন নিয়ে কেউ ব্যবসা করবে আমরা তা চাইনা। ভ্যাকসিন বেসরকারী খাতে গেলেই মুনাফালোভীদের দৌরাত্ম্য বেড়ে যাবে। তাই কোন মতেই করোনা ভ্যাকসিন বেসরকারী খাতে দেয়া যাবেনা। তিনি বলেন, করোনা টেষ্ট বেসরকারী খাতে দেয়ার ফলে যে কেলেংকারি হয়েছে তাতে বিশে^র কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির নবগঠিত কমিটির আহবায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের নেতৃত্বে নেতৃবৃন্দ দলের মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। যুব সংহতির পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাবলু। বিশে^র প্রতিটি দেশ সরকারী ব্যবস্থাপনায় জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করছে একথা উল্লেখ করে সাবেক এই ডাকসু নেতা বলেন, একদিকে গরিব দেশ তারপর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাই সরকারিভাবেই প্রতিটি মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা ভ্যাকসিন দেয়া নিয়ে সরকারের রোডম্যাপ ও স্বচ্ছ পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরতে আহবান জানান তিনি। দেশের সরকারি হাসপাতালগুলোতে কোন চিকিৎসা নেই এমন মন্তব্য করে বাবলু বলেন, সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব নয়। তাই প্রতিটি হাসাপাতালে করোনা সহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। এসময় জাতীয় পার্টি মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে শুধু চাঁদাবাজীর কারণে। আগে ছাত্রদল ও যুবদল চাঁদাবাজী করতো এখন চাঁদাবাজী করছে ছাত্রলীগ-যুবলীগ। ফুটপাতে হকাররা ব্যবসা করতে পারছেনা, বাজারে মাছ বেচতেও চাঁদা দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দলবাজ ও টেন্ডারবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাত শক্তিশালী করতে যুব সংহতি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় বৈশি^ক মহামারি করোনা থেকে মুক্তি, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির রোগমুক্তি এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি যুগ্ম আহ্বায়ক- তারেক এ আদেল, হেলাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, সাইফুল ইসলাম, আফজাল হোসেন হারুন, শেখ মোঃ সরোয়ার হোসেন, দ্বীন ইসলাম, রাজা হোসেন রাজা, মুশফিকুর রহমান, আলতাফুর রহমান আলতাফ, ওয়াসিউর রহমান দোলন প্রমুখ।
×