ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের সীমান্তে ভারত-চীন সংঘর্ষ

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ জানুয়ারি ২০২১

ফের সীমান্তে ভারত-চীন সংঘর্ষ

অনলাইন ডেস্ক ॥ বিতর্কিত হিমালয় সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের সেনারা আহত হয়েছে। সামরিক সূত্রের বরাতে সোমবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ছয় মাস আগে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। পরে গত সপ্তাহে আবার তারা সংঘাতে জড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, সিকিম রাজ্যের নাকুলায় গত সপ্তাহের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবর বলছে, একটি চীনা টহল দল ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়েছে। নাকু লা’র সঙ্গে চীনের তীব্বত অঞ্চলের সংযোগ রয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন।
×