ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিউলে আশ্রয় নিলেন পক্ষত্যাগকারী উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৩:১৬, ২৫ জানুয়ারি ২০২১

সিউলে আশ্রয় নিলেন পক্ষত্যাগকারী উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরীয়ার রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। কুয়েতে দায়িত্বরত উত্তর কোরিয়ার এ রাষ্ট্রদূত পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় তার পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে রেউ হুয়ান-উ দক্ষিণ কোরিয়া পাড়ি জমান। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সোমবার মালি বিজনেস ডেইলির বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত তার এই পক্ষত্যাগের খবর গোপনীয় ছিল। উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের অধীন দরিদ্র ও নিপীড়নের ভয়ে ৩০ হাজার লোক দেশ ছেড়ে পালিয়েছেন। তারা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্থায়ী হয়েছেন। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বিশাল সীমান্ত দিয়ে তারা গোপনে দেশত্যাগ করেছেন। তবে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের পক্ষত্যাগের ঘটনা একেবারে বিরল। যদিও এর আগে সিউলে আশ্রয় নিয়েছিলেন ইতালিতে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত জো সোং জিল। রেউ হুয়ান-উ বলেন, আমি পক্ষত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই। ২০১৭ সালের সেপ্টেম্বরে কুয়েতে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক কর্মকতার বরাত দিয়ে জুংআং জানায়, ‘গত মাসের গোড়ার দিকে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।’ সূত্র : এএফপি
×