ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমের ৫০০ রানের মাইলফলক

প্রকাশিত: ১২:৩৪, ২৫ জানুয়ারি ২০২১

তামিমের ৫০০ রানের মাইলফলক

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক অর্জন করলেন ‘লোকাল বয়’ তামিম ইকবাল। এই মাঠে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান সংগ্রহকারী হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। আজকের ম্যাচের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ম্যাচে ৪১.৪১ গড়ে ৪৯৭ ছিল তামিমের। তৃতীয় ওয়ানডেতে আলজারি জোসেফের করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে এই মাঠে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন ৫০০ রানের মাইলফলক। এ মাঠে তামিমের পরেই রয়েছেন ইমরুল কায়েস। মাত্র ৯ ম্যাচে ৫৩.২৫ গড়ে রান করেছেন তিনি করেছেন ৪২৬ রান। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে ৩৩০ রান করেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন লিটন দাস (০)। নবম ওভারে ফিরে যান ২০ রান করা নাজমুল হোসেন শান্ত।প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৪২ রান। তামিম ইকবাল ১৫ ও সাকিব আল হাসান ৪ রানে ব্যাট করছেন। সূত্র: ক্রিকইনফো
×