ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসসিসিএল

৩০ জানুয়ারি ইন্টারনেটের গতি কমতে পারে

প্রকাশিত: ২৩:৫১, ২৫ জানুয়ারি ২০২১

৩০ জানুয়ারি ইন্টারনেটের গতি কমতে পারে

জনকণ্ঠ ডেস্ক ॥ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৩০ জানুয়ারি রাতে দেশে ইন্টারনেটের গতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সংস্থাটি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচী অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। খবর বাংলানিউজের। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বলে জানায় বিএসসিসিএল। তবে ওই সময় দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে।
×