ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস কোথায় এবং কিভাবে বেশি ছড়ায়

প্রকাশিত: ২২:৫৪, ২৫ জানুয়ারি ২০২১

করোনাভাইরাস কোথায় এবং কিভাবে বেশি ছড়ায়

* খোলামেলা জায়গায় করোনারভাইরাস লোড কম থাকে এবং কম ভাইরাস সংক্রমণ হয়। * আবদ্ধ জায়গায় ভাইরাস লোড বেশি থাকে। ফলে বেশি ভাইরাস সংক্রমণ হয়। * আবদ্ধ এসি রুমে বেশি ভাইরাস ছড়ায়। * আবদ্ধ ছোট রুমের মাঝে বেশি লোকের বসবাস হলে এ্যারোসলের মাধ্যমে তা ছড়ায়। * খোলামেলা হওয়ার কারণে এশিয়ার কোন কোন দেশে সংক্রমণ কম। মৃত্যুর হারও কম। * ভারতীয় গবেষকদের এক সমীক্ষায় উঠে আসে এ তথ্য। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×