ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত মামলা

আসামি নূর মোহাম্মদ কোন আদালতে জামিন চাইতে পারবে না

প্রকাশিত: ২২:৫৪, ২৫ জানুয়ারি ২০২১

আসামি নূর মোহাম্মদ কোন আদালতে জামিন চাইতে পারবে না

স্টাফ রিপোর্টার ॥ তথ্য গোপন করে জামিন চাওয়ায় অর্থ আত্মসাতের মামলার আসামি চট্টগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ দেশের কোন আদালতে চার মাস জামিন চাইতে পারবেন না। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী সদস্য নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তিকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপীল বিভাগ। রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের বিষয়ে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন (রিভিশন) করেছে সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিক। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে সাবেক সচিব এনআই খাননের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় চার আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। তথ্য গোপন করে জামিন চাওয়ায় অর্থ আত্মসাতের মামলার আসামি চট্টগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ দেশের কোন আদালতে চার মাস জামিন চাইতে পারবেন না। তথ্য গোপনের বিষয়টি আদালতের নজরে আসলে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
×