ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন আরও দুজন

প্রকাশিত: ২২:৫০, ২৫ জানুয়ারি ২০২১

অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন আরও দুজন

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রীমকোর্টের দুই আইনজীবী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনজন। আগে থেকেই অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বরত আছেন এ্যাডভোকেট এসএম মুনীর। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার অর্ডারস-১৯৭২ এর ৩(২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে বাংলাদেশের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গতবছর ১১ অক্টোবর দুই অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। ওই বছরের ১৮ অক্টোবর তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়। এরপর থেকে ওই দুটি পদ শূন্য ছিল। এ পদে কারা নিয়োগ পাচ্ছেন তা নিয়ে গত কয়েকমাস সুপ্রীমকোর্টের আইনজীবীদের মধ্যে গুঞ্জন ছিল। নতুন দুই অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল নিয়োগের ফলে সেই গুঞ্জনের অবসান ঘটল।
×