ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে পুলিশের জনসচেতনতা মূলক সমাবেশ

প্রকাশিত: ১৮:৩২, ২৪ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে পুলিশের জনসচেতনতা মূলক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে মাদক, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও ইভ টিজিং রোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের নতুনহাট চত্তরে বিট পুলিশিংয়ের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান। বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সম্পাদক গোলাম হক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, কাউন্সিলর দেওয়ান ইবাল হোসেন সাবু, সাবেক কাউন্সিলর দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাক, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, বিট পুলিশ কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার সালাম কবির পুলিশিং সেবাকে জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে এতে করে ছোট-খাট বিষয়ের জন্য থানায় যেতে হয়না, বিট পুলিশের কার্যালয় থেকেই সমাধান করা হয়। পুলিশের তৎপরতার কারণে নারী নির্যাতন ও সহিংসতা অনেক কমে এসেছে। তিনি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আশার আহবান জানান সমাবেশে স্থানীয় সাধারন জনগন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈকি নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
×