ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে অসুবিধা কোথায়?- রিজভী

প্রকাশিত: ১৮:০৮, ২৪ জানুয়ারি ২০২১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে অসুবিধা কোথায়?- রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্র কে আগে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেন তারা নিলে অসুবিধা কোথায়? রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভারতে ভ্যাকসিন দিয়ে অনেকে মারা গেছে। ভারত থেকে বাংলাদেশে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এজন্য আমরা বলেছিলাম, ভ্যাকসিনের নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদের আগে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। তিনি বলেন, মার্র্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সবার আগে ভ্যাকসিন নিয়েছেন। তাতে করে ভ্যাকসিনের প্রতি মার্কিনিদের আস্থা ফিরেছে, ভীতি দূর হয়েছে। তাই আমাদের দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে এই ভ্যাকসিনের প্রতি জনগণের আস্থা বাড়বে। রিজভী বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তবে রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনৈতিক ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। খালেদা জিয়ার গৃহবন্দিত্বের সময় সারা দেশের নেতাকর্মীরা রাজপথ অবরোধ করেছিল। সেই মুহূর্তে খালেদা জিয়া ছোট ছেলেন মৃত্যুসংবাদ শুনেন। তা যে কত কষ্টের ছিল খালেদা জিয়া ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। রিজভী বলেন, কোকোর মরদেহ যখন ঢাকায় আনা হয়েছিল তখন সারা দেশে গুম-খুন, অত্যাচার-নিপীড়ন চলছিল। তারপরও কোকোর জানাজাযয় মানুষের ঢল নেমেছিল। এত অত্যাচার-নির্যাতনের মাঝেও মানুষের ঢল দেখে সেদিনই সরকার বার্তা পেয়েছিলেন। এ কারণেই খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের ওপরও নির্যাতন চালানো হয়েছে যা এখনও অব্যাহত আছে। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
×