ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুর সীমান্তে ভারতীয় পশু ও ফেন্সিডিল জব্দ

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ জানুয়ারি ২০২১

দিনাজপুর সীমান্তে ভারতীয় পশু ও ফেন্সিডিল জব্দ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি ও বিরামপুর সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ ও ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার ভোরে হিলি সীমান্তের আইসিপি ক্যাম্প ও বিরামপুর সীমান্তের ভাইগড় ক্যাম্পের বিজিবি সদস্যরা আলাদা দু’টি অভিযান চালিয়ে এসব জব্দ করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিষয়টি নিশ্চিত করে বিজিবি দিনাজপুর সেক্টরের ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল চোরাকারবারী মাদক ও গরু, মহিষ নিয়ে দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাইগড় ক্যাম্পের বিজিবি সদস্যরা কসবা সাগরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ২টি গরু ও ২টি মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এছাড়া হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৩শ’ ৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। ২০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা রাখা হয়েছে। গরু ও মহিষগুলো পরে প্রকাশে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের বিক্রি করা হবে।
×