ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলের কালিয়ায় নৌকা প্রতীকের কার্যালয়ে আগুন

প্রকাশিত: ১৫:২০, ২৪ জানুয়ারি ২০২১

নড়াইলের কালিয়ায় নৌকা প্রতীকের কার্যালয়ে আগুন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বড় কালিয়ার ঘোষপাড়া নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়। এতে কার্যালয়ের কাপড় কিছুটা পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও দুটি ছ্যানদা উদ্ধার করেছে পুলিশ। আগামী ৩০ জানুয়ারি কালিয়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান (হীরা)। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান। তিনি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি এসএম ওয়াহিদুজ্জামান (মিলু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও দুটি ছ্যানদা উদ্ধার করা হয়েছে। আগুনে কার্যালয়ের কিছুটা পুড়েছে। এ ঘটনায় সংক্ষুব্দ পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×