ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামুতে ছাত্রলীগের তিন নেতার উপর হামলা

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০২১

রামুতে ছাত্রলীগের তিন নেতার উপর হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু উপজেলার রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা হলেন, রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজিবুল আলম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এবং সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুল করিম। এদের মধ্যে নজিবুল আলম ও সাইফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় রাতেই কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে পানিরছড়া মামুন মিয়ার বাজারে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী অফিসার ও রামু থানার ওসি রাতে ঘটনাস্থলে যান। ওসি জানিয়েছেন-এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এলাকায় সক্রিয় রয়েছে। বর্তমানে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় যারাই অভিযুক্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আহত সাইফুল ইসলামের পিতা শামসুল আলম জানিয়েছেন, চেয়ারম্যানের অনিয়ম-দুর্ণীতির বিরুদ্ধে সমাবেশে বক্তব্য দেয়ার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
×