ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের প্রতিরোধ ভেঙ্গে এ্যান্ডারসনের অর্জন

প্রকাশিত: ০০:২০, ২৪ জানুয়ারি ২০২১

লঙ্কানদের প্রতিরোধ ভেঙ্গে এ্যান্ডারসনের অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৮ পেরিয়ে ৩৯-এ পা দিয়েছেন জেমস এ্যান্ডারসন। কিন্তু ফর্ম ও ফিটনেসে এতটুকু ঘাটতি পড়েনি। দারুণ ব্যাটিংয়ে গল টেস্টের প্রথমদিন প্রতিরোধ গড়েছিলেন এ্যাঞ্জেলো ম্যাথুস ও নিরোশান দিকওয়েলা। দ্বিতীয়দিন তাদের ছাপিয়ে আলোচনায় এই ইংলিশ পেসার। প্রথম ইনিংসে অলআউট শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮১ রান। যেখানে একাই ৬ উইকেট নিয়েছেন এ্যান্ডারসন। ক্যারিয়ারে ৩০তম বারের মতো ইনিংসে পাঁচ বা ততধিক শিকারে ছাড়িয়ে গেছেন গ্লেন ম্যাকগ্রাকে। সামনে কেবল রিচার্ড হ্যাডলি। জবাবে ২ উইকেটে ৯৮ রানে শনিবার দ্বিতীয়দিন শেষ করেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ২৪ ও অধিনায়ক জো রুট অপরাজিত ৬৭ রানে। আগেরদিন ৩ উইকেট নেয়া এ্যান্ডারসন এদিনও শিকার করেন ৩ উইকেট। একে একে ফিরিয়ে দেন লাহিরু থিরিমান্নে (৪৩), কুশল পেরেরা (৬), এ্যাঞ্জেলো ম্যাথুস (১১০), নিরোশান দিকওয়েলা (৯২) ও সুরাঙ্গা লাকমলকে (০)। ২০১৮ সালে ম্যাকগ্রার রেকর্ড ৫৬৩ উইকেট ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সফলতম পেসার বনে গিয়েছেন এ্যান্ডারসন। এরপর থেকে নিজের রেকর্ডের পাতা সমৃদ্ধ করে চলেছেন। করোনাকালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে ২৯তম বারের মতো নেন পাঁচ উইকেট। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের অনন্য নজির গড়া জিমির এবার ৩০তম বারেরমতো শিকার পাঁচ বা ততধিক উইকেট। পেছনে ফেলেন ম্যাকগ্রাকে। পেসার হিসেবে সবচেয়ে বেশি ৩৬ বার পাঁচ উইকেট নিয়ে এখন এ্যান্ডারসনের ওপরে কেবল সাবেক নিউজিল্যান্ড গ্রেট স্যার রিচার্ড হ্যাডলি। ইনিংসে পাঁচটি করে শিকারের তালিকায় জিমি অবশ্য ষষ্ঠ স্থানে। হ্যাডলি ছাড়া ওপরের বাকি চারজনই স্পিনারÑ মুত্তিয়া মুরলিধরন, শেন ওয়ার্ন, অনীল কুম্বলে ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৬৭, ৩৭, ৩৫ ও ৩৪ বার করে। সর্বোপরি টেস্টে শিকার সংখ্যায় মুরলি (৮০০), ওয়ার্ন (৭০৮) ও কুম্বলের (৬১৯) পর চতুর্থ স্থানে এ্যান্ডারসন (৬০৬)।
×