ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত জিদান-এ্যাগুয়েরো

প্রকাশিত: ০০:২০, ২৪ জানুয়ারি ২০২১

করোনায় আক্রান্ত জিদান-এ্যাগুয়েরো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের হানা যেন থামছেই না। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান এবং ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার সার্জিও এ্যাগুয়েরো। ফরাসী কোচ জিদানের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কোপা ডেল’রে থেকে বিদায় নেবার পর লা লিগায় আলাভেসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলার একদিন আগে জিদানের করোনা শনাক্তের খবর আসে। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জিদানের করোনা পজিটিভ হবার তথ্য নিশ্চিত করা হয়। করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আগেই জিদান সেল্ফ আইসোলেশনে চলে গিয়েছিলেন। যদিও ঐ সময় তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে এবং তিনি যথারীতি ডাগআউটে মাদ্রিদকে পরিচালনা করে আসছিলেন। এদিকে ম্যানচেস্টার সিটির রেকর্ড গোলদাতা সার্জিও এগুয়েরো করোনায় আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে অবস্থান করছেন। ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার কিছুদিন আগেই করোনায় আক্রান্ত একব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে গিয়েছিলেন। তখন থেকেই কার্যত তিনি সেল্ফ আইসোলেশনে। গুরুতর ইনজুরির কারণে এবারের মৌসুমে মাত্র তিন ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন এ্যাগুয়েরো। আর এখন করোনার কারণে তাকে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। টুইট বার্তায় করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে এগুয়েরো জানিয়েছেন, আমি এখন সেল্ফ আইসোলেশনে আছি। আমার মধ্যে মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করছি। সবাইকে সাবধনে থাকার আহ্বান জানাচ্ছি।
×