ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পালা

প্রকাশিত: ০০:১৯, ২৪ জানুয়ারি ২০২১

এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পালা

মিথুন আশরাফ ॥ সিরিজ জয় একম্যাচ হাতে রেখেই হয়ে গেছে। বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ও দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে। প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিও জিতলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজকে সেই হোয়াইটওয়াশের স্বাদ দেয়ার পালা বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭টি জয় হয়ে গেছে। আর চারটি ম্যাচ জিতলে বাংলাদেশের বিরুদ্ধে যে এখন পর্যন্ত ২১টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ তার সমান জয় হয়ে যাবে টাইগারদের। দ্বিতীয় ওয়ানডেতে জিতে দুই দলের মধ্যকার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের দিক থেকে এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সমান পাঁচটি সিরিজ জয় হয়ে গেছে বাংলাদেশের। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা তিনটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশের বিরুদ্ধে জিতে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ২০০৯ সালে দুই দলের মধ্যকার চতুর্থ সিরিজে উল্টো সিরিজে জেতার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোন দলকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো সিরিজেও হারায়। সেই যে শুরু হয় এরপর সিরিজে দাপট দেখানো শুরু করে বাংলাদেশ। এক সিরিজ বাংলাদেশ জিতে, আরেক সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ সালে যেমন ওয়েস্ট ইন্ডিজ জেতার পর ২০১২ সালেই বাংলাদেশ জিতে। আবার ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ জিতে। তবে এরপর এই সিরিজসহ হ্যাটট্রিক সিরিজেই বাংলাদেশ জিতে। ২০১৮ সালে দুইবার সিরিজ জেতার পর এবারও সিরিজ জিতল বাংলাদেশ। এবার সিরিজ জয় নিশ্চিত করার পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনবার করে দুই দলই সিরিজ জিতে। এবার ৭৩তম দ্বিপক্ষীয় সিরিজে খেলতে নেমে ২৬টি সিরিজে জয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে আরেকটি সিরিজে হারানো নিশ্চিত করে ফেলেছে। এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতেই তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। এরআগে দ্বিপক্ষীয় সিরিজে ১৩বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুরুটা হয় ২০০৫ সালে কেনিয়াকে হোয়াইটওয়াশ করা দিয়ে। এরপর কেনিয়াকে আরও একবার, নিউজিল্যান্ডকেও দুইবার, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানকে একবার করে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সবচেয়ে বেশি পাঁচবার জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করে। এবার ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করতে পারলে ১৪তম বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব গড়বে বাংলাদেশ। দুই দলের মধ্যকার দশম ওয়ানডে সিরিজ চলছে। দুই দলই সমান ৫টি করে সিরিজ জিতেছে। তবে হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজই। জেতা পাঁচ সিরিজের মধ্যে চারটিতেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ২০০৯ সালের সিরিজে শুধু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পেরেছে। এবার দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ ধরা দিয়েছে। শুধু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই নয়, বাংলাদেশের সামনে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সুপার লীগে টানা তিনটি জয় পেয়ে পুরো ৩০ পয়েন্ট পাওয়ার সুযোগও আছে। সুপার লীগের শুরুর সিরিজেই পূর্ণ পয়েন্ট পাওয়ার দ্বারপ্রান্তেই এখন বাংলাদেশ। দুই ওয়ানডে জিতে ২০ পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। এখন ত্রিশ পয়েন্ট পাওয়ার পালা। সেইসঙ্গে সুপার লীগে নিজেদের অবস্থানও মজবুত করে রাখার সুযোগ থাকছে। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য সিরিজে তিনটি করে ওয়ানডে থাকছে। সেই ওয়ানডেগুলো বিশ্বকাপের সুপার লীগের ম্যাচ। জিতলেই ১০ পয়েন্ট মিলবে। এভাবে করে একটি দল ২০২২ সালের মে পর্যন্ত আটটি দলের বিরুদ্ধে ৩টি করে মোট ২৪টি ম্যাচ খেলবে। সুপার লীগে খেলা দলগুলোর মধ্যে যে সাতটি দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে, তারাই ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। ভারত স্বাগতিক। তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে রেখেছে। ভারত ছাড়া যারা সেরা সাতে থাকবে তারাই বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকিরা বাছাইপর্ব খেলবে। প্রথম সুপার লীগ সিরিজে বাংলাদেশই বাজিমাত করছে। বাংলাদেশ দুটি ম্যাচ জিতে গেছে। এবার তৃতীয় ম্যাচ জয়ের পালা। জিতলে সুপার লীগের পয়েন্ট তালিকাতেও ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডকে পেছনে ফেলে ৩ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সামনে থাকবে শুধু অস্ট্রেলিয়া (৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট)। এই অর্জন করতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে হবে। বাংলাদেশের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজকে সেই হোয়াইটওয়াশ করার পালা।
×