ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনাকালে এন্টিবডি

প্রকাশিত: ২৩:২০, ২৪ জানুয়ারি ২০২১

করোনাকালে এন্টিবডি

* করোনায় কেন শিশুরা কম আক্রান্ত হচ্ছে। কেনইবা তারা কম উপসর্গে আক্রান্ত হচ্ছে। * এ নিয়ে সম্প্রতি গবেষণা চালিয়েছেন আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন, চিলড্রেনস হসপিটাল মনটিফ্লোর ও ইয়েল ভার্সিটির গবেষকরা। গবেষণাটি প্রকাশ করেছে সায়েন্স ট্রানজিশনাল মেডিসিন পত্রিকা। * তারা ৬০ জন বয়স্ক রোগী ও ৬৫ জন শিশু রোগীর ওপর এ গবেষণা চালায়। মার্চ ১৩ থেকে ১৭ মে ছিল গবেষণাকাল। * ৩৭% বয়স্ক যাদের আই সি উ লেগেছিল, প্রকারান্তরে ৩% শিশুর আই সি উ লেগেছিল। ১৭ জন বয়স্ক ও ৩ জন শিশু মারা গিয়েছিল। * এসব রোগীর ক্ষেত্রে দেখা গেল ইননেট ও এ্যাডাপটিভ ইমিউনিটি সাড়া দিয়েছিল। * ছোটদের ক্ষেত্রে ইননেট ইমিউনিটি খুব ক্ষিপ্র গতিতে সাড়া দেয়। তাদের রক্তে রষ-১৭ অ এর আধিক্য দেখা যায়। * বড়দের ক্ষেত্রে এ্যাডাপটিভ ইমিউনিটি অতি রঞ্জিত দেখা যায়। আর ডি এস নামক শ্বাসকষ্ট হয় প্রায়শ। তাদের শরীরে অটো এন্টিবডির সংখ্যাও প্রচুর। * এই নিউট্রালাইজিং অটো এন্টিবডি যা কিনা ভাবা হচ্ছে করোনার স্পাইকগুলো ভেঙ্গে দিবে এবং এই চিন্তার ওপর ভর করে ভ্যাকসিনের অগ্রযাত্রা শুরু তা নিয়ে এখন পুনরায় ভাববার সময় এসেছে। * ভ্যাকসিনগুলো তাহলে ইননেট ইমিউনিটি নির্ভরশীল করতে হবে। * অটো ইমিউনিটি নির্ভর নয়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×