ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ কোটি পণ্য উৎপাদনের মাইলফলক স্পর্শ করলো হিরো মোটোকর্প

প্রকাশিত: ২০:০২, ২৩ জানুয়ারি ২০২১

১০ কোটি পণ্য উৎপাদনের মাইলফলক স্পর্শ করলো হিরো মোটোকর্প

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় ‘অটোমোটিভ’ উৎপাদক প্রতিষ্ঠানটি ‘দ্য ফিউচার অব মোবিলিটি’ অর্জন করেছে। নির্দিষ্ট লক্ষ্যে অর্জনে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। নতুন বাজার তৈরির মাধ্যমে আর্ন্তজাতিক বিস্তৃতির ধারবাহিকতা রক্ষা করে যাবে। প্রতি বছর ১০টির বেশি নতুন পণ্যের উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে আগামী ৫ বছরে প্রিমিয়াম কোয়ালিটির অনেকে মোটরসাইকেল বাজারে ছাড়া হবে। হিরো মোটোকর্প কয়েক লক্ষ্য পূরণের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের পথচলাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সাফল্যের মূলে রয়েছে এর ক্রমবিকশিত প্রকৌশলগুণ, চমৎকার ব্যবহারযোগ্যতা এবং টেকসই চর্চা। এছাড়াও সততা এবং বিশ্বাসের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে গড়ে ওঠা এক সামগ্রিক পরিমন্ডলও এই সাফল্য এনে দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো- এটি হিরো মোটোকর্পের গ্রাহকদের জন্য একটি উদযাপনের উপলক্ষ্য। যারা পাশে থেকে ভালবাসা এবং বিশ্বাসে আমাদেরকে সিক্ত করেছেন। উল্লেখযোগ্য অর্জন ভারত এবং হিরো’র ব্র্যান্ডের আবেদনের সহজাত সক্ষমতারই বহিঃপ্রকাশ নিশ্চিত করেছে। সারাবিশ্বের জন্য পণ্য তৈরি করছি এবং গ্রাহকের পছন্দকে মাথার রেখে করা আমাদের কাজ এবং এই অর্জন ভৌগোলিক, জনসংখ্যা এবং প্রজন্মকেও অতিক্রম করবে।
×