ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বাংলাদেশ ও উইন্ডিজ দল

প্রকাশিত: ১৮:০০, ২৩ জানুয়ারি ২০২১

চট্টগ্রামে বাংলাদেশ ও উইন্ডিজ দল

স্পোর্টস রিপোর্টার॥ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার। তাই শনিবারই বিশেষ বিমানে চট্টগ্রাম পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২০২১ ইতোমধ্যেই জিতে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া প্রথম দুই ওয়ানডেতে ক্যারিবীয়দের হারিয়েছে সহজেই। এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ। মিরপুরে হওয়া দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে যথাক্রমে ৬ ও ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। করোনা মহামারীর কারণে ১০ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। অবশেষে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে প্রত্যাবর্তন করেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লীগ দিয়ে। দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। সুপারলীগে ২০ পয়েন্ট নিয়ে এখন ৩ নম্বরে টাইগাররা। সেই পয়েন্ট শতভাগ এই সিরিজে অর্জনে উন্মুখ তামিমের দল। সেজন্য খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হবে না তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তবে তেমন ছন্দে না থাকায় পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা তাসকিন আহমেদ। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জিতে যাওয়া তামিম এমন ইঙ্গিতই দিয়েছেন। উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। অবশ্য শেষ ম্যাচে জিতে ‘বাংলাওয়াশ’ এড়িয়ে সম্মান বাঁচানোর চেষ্টায় থাকবে ক্যারিবীয়রা। দু’দলেরই লক্ষ্য সাগরিকায় জয় পাওয়া। সেই লক্ষ্যে আজ দুপুরে উভয় দল পৌঁছেছে চট্টগ্রামে। একই সাথে টেস্ট দলের সদস্যরাও গেছেন চট্টগ্রাম। কারণ সেখানেই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আগামীকাল একটা দিন উভয় দল অনুশীলন করার সুযোগ পাবে। এরপরই সাগরিকায় লড়াই হবে শেষ ওয়ানডের। এর আগে ২৯-৩১ জানুয়ারি ৩ দিনের প্রস্তুতি ম্যাচও রয়েছে। সেজন্য বিসিবি একাদশের ক্রিকেটাররাও বন্দরনগরীতে উপস্থিত থাকবেন। এমএ আজিজ স্টেডিয়ামে হতে যাওয়া সেই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন এক ঝাঁক যুবা-তরুন ক্রিকেটাররা। অর্থাৎ এখন দেশের সব সেরা ক্রিকেটারদের মেলা সাগরিকায়।
×