ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রকাশিত: ০১:১৯, ২৩ জানুয়ারি ২০২১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের চারজন মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় উপজেলার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুম মিয়া, স্ত্রী মিতা বেগম, ছেলে রহমত উল্লাহ ও ছেলে আব্দুল্লাহ। পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, নিহত ব্যক্তিদের ঘরের ওপর দিয়ে ডেসকো ও পল্লী বিদ্যুতের লাইন গেছে। প্রথমে ডেসকোর তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের লাইনের উপর পড়ে। সেখান থেকে তাদের ঘরের চালায় পড়ে আগুন লেগে যায় এবং সারা ঘর বিদ্যুতায়িত হয়। ‘খবর পেয়ে আগুন নেভানো হয়েছে। এতে মাসুম মিয়া, তার ছেলে রহমত উল্লাহ ও আব্দুল্লাহ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। আর তার স্ত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি এক হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছিল। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। ’
×