ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা ও বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২২:৪৯, ২৩ জানুয়ারি ২০২১

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা ও বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, রাজধানীতে পৃথক দুঘর্টনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, জহিরুল ইসলামের (৪৫) ও আমেনা বেগম (৭০)। শুক্রবার দুপুরে তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আগারগাঁও ৬০ ফিট মোড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। তিনি টঙ্গী আব্দুল্লাহপুরে থাকতেন। সকালে ১০টার দিকে আগারগাঁও ৬০ ফিট মোড়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির উপর কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে জহিরুল অচেতন হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। সেখান থেকে দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার গভীররাতে যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোডে বাসের ধাক্কায় আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাদশা মিয়া রোডে রাস্তা পার হচ্ছিলেন আমেনা বেগম। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাদকদ্রব্যসহ ১১ জন গ্রেফতার ॥ এদিকে রাজধানীর ডেমরায় ১৫ হাজার ইয়াবাসহ নয় মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, হেলাল উদ্দিন (২৪), ঝুমুর আক্তার (২০), আশিক মিয়া (২৪), শাহ আলম (২৪), শরিফ (৪৫), শফিকুল ইসলাম (২৩), হেলাল উদ্দিন (২৮), আমজাদ হোসেন (৫৫) ও মাহাবুব আলম (৩৬)। ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
×