ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা কমিউনিটিতে স্কুল স্বাস্থ্যসেবা উদ্বোধন

প্রকাশিত: ২২:৪৮, ২৩ জানুয়ারি ২০২১

ঢাকা কমিউনিটিতে স্কুল স্বাস্থ্যসেবা উদ্বোধন

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ৩ দশকের বেশি সময় ধরে হাসপাতালে সাধারণ চিকিৎসা প্রদান ছাড়াও চিকিৎসা শিক্ষালয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ট্রাস্ট ইতোমধ্যে একটি মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ এবং প্যারামেডিক ইনস্টিটিউট স্থাপন করেছে। গরিবদের জন্য চালু করেছে গ্রামীণ স্বাস্থ্যসেবা শ্রমিকদের জন্য শিল্প স্বাস্থ্যসেবা এবং দরিদ্র শিশু-কিশোরদের জন্য স্কুল স্বাস্থ্যসেবা কর্মসূচী। ডিসেম্বর ’২০ থেকে সমাজসেবা অধিদফতর পরিচালিত ঢাকা শহরের অনাথ, উদ্বাস্তু ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ৭ স্কুল ডিসিএইচ ট্রাস্টের স্কুল স্বাস্থ্যসেবা কর্মসূচীর সঙ্গে যুক্ত হয়েছে। স্কুলগুলো হলো সরকারী শিশু পরিবার (বালক), সরকারী শিশু পরিবার (বালিকা), ছোট মণি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সরকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারী আশ্রয় কেন্দ্র। কর্মসূচীটি উদ্বোধনের জন্য তেজগাঁওয়ের সরকারী শিশু পরিবার (বালিকা)-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুকনুল হক। অতিথি হিসেবে ঢাকা কমিউনিটি হাসপাল ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুকুমার চক্রবর্তী, ওয়াকার হোসেন, মোঃ জাবেদ ইউসুফ, মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। -বিজ্ঞপ্তি
×