ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ দাবিতে অপহরণের একমাস পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ২২:২৪, ২৩ জানুয়ারি ২০২১

মুক্তিপণ দাবিতে অপহরণের একমাস পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মুক্তিপণের দাবিতে অপহরণের এক মাসেরও বেশি সময় পর বগুড়ার গাবতলি উপজেলায় আবু হানজেলা (৭) নামে এক শিশুর বস্তায় মোড়ানো লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। শিশুটির মুখ বাঁধা ও লাশ অর্ধগলিত অবস্থায় ছিল। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হলেও পুলিশ অপহরণ ও হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশে অবস্থায় রয়েছে। পুলিশ জানায়, রামেশ^রপুর ইউনিয়নের নিশোপাড়া এলাকার প্রবাশী পিন্টু মিয়ার ছেলে আবু হানজেলা বাড়ির পাশে খেলার সময় ১৩ ডিসেম্বর নিখোঁজ হয়। শিশুটির পিতা পিন্টু মালয়েশিয়ায় ছিলেন। ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। হানজেলা নিখোঁজের দিন পরিবারের পক্ষ থেকে গাবতলি থানায় জিডি করা হয়। এক পর্যায়ে শিশুটির মা তসলিমার মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই দীর্ঘ সময়েও পুলিশ শিশুটির সন্ধান পেতে ব্যর্থ হয়। আর শিশুটির পরিবারের সকল চেষ্টার পরেও শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে শিশু হানজেলাকে মেরে ফেলার কথা জানিয়ে বলা হয় লাশ বাড়ির নিকট একটি পুকুর পাড়ে রয়েছে। পরে সেখানে গেলে লাশ পাওয়া যায়।
×