ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা নৈপুণ্যের রহস্য জানালেন মিরাজ

প্রকাশিত: ২০:৪৭, ২২ জানুয়ারি ২০২১

সেরা নৈপুণ্যের রহস্য জানালেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ক্রিকেটে ক্রমেই যেন নিজেকে হারিয়ে ফেলছিলেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে এই অফস্পিনার সর্বশেষ ২০ ওয়ানডেতে মাত্র ১৭ উইকেট নিয়েছিলেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও ২৯ রানে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন। সেই মিরাজ দু’দিন পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। ২৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ। পুরনো রূপে ফেরা মিরাজ জানিয়েছেন বদলে যাওয়ার পেছনের রহস্য। তার দাবি, সাকিব আল হাসান ও অফস্পিন কোচ সোহেল খানের পরামর্শেই সফল হয়েছেন তিনি। দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাকিবের পারফর্মেন্সে কোন নড়চড় হয়নি। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে প্রত্যাবর্তনেই ম্যাচসেরা হন তিনি। তার সংস্পর্শে আর পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে জ¦লে ওঠেন মিরাজ। আগের ম্যাচে ৭ ওভারে ২৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছিলেন। এদিন ৯.৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এটি ওয়ানডেতে তার সেরা বোলিং পারফর্মেন্স। দুই বছরেরও বেশি আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট শিকার করেছিলেন মিরাজ। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেদিন ক্যারিয়ারের একমাত্র ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেদিন প্রথমবার হন ম্যান অব দ্য ম্যাচ। এরপর আরও ২০ ওয়ানডে খেলেছেন উইকেট পেয়েছেন মাত্র ১৭টি। এই সময়ে তিনি মাত্র ৩ ম্যাচে ২ উইকেট আর ১১ ম্যাচে ১টি করে উইকেট শিকার করতে পেরেছেন। ৬ ম্যাচে ছিলেন উইকেটশুন্য। বোলিংয়ে কার্যকারিতা ও ধারালো ভাব ক্রমেই ফুরিয়ে যাচ্ছিল মিরাজের। এমনকি দুর্বলতর ও স্পিনে ভীত-সন্ত্রস্ত ওয়েস্ট ইন্ডিজের ভাঙ্গাচোরা দলটির বিপক্ষেও প্রথম ওয়ানডেতে বড় সাফল্য পাননি তিনি। এরপরই তিনি শরণাপন্ন হন অফস্পিন গুরু সোহেল খানের। আর ম্যাচে নামার পর দীর্ঘদিন পরেও পুরনো রূপে আবির্ভূত হওয়া সাকিবের পরামর্শও নিয়েছেন মিরাজ। ক্যারিবীয়দের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর দ্বিতীয়বার ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন। এ বিষয়ে মিরাজ বলেন,‘বিশেষ ধন্যবাদ আমাদের অফ স্পিন কোচ সোহেল খানকে। আমি তার সঙ্গে আলোচনা করেছিলাম। আমি শুধু একটাই পরামর্শ পেয়েছি যে, সঠিক জায়গায় বল করো এবং বলটাকে টপ আপ-করো। আমি শুধু তাই করার চেষ্টা করেছি।’ ম্যাচ চলার সময় সাকিবের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক তামিমও তাকে উৎসাহ জুগিয়েছেনে। এদিনও সাকিব ছিলেন বল হাতে দুর্দান্ত, ১০ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তাই তার পরামর্শ কাজে লেগেছে আরও। মিরাজ বলেন,‘বিশেষ করে আমি আমাদের অধিনায়কের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলাম। সাকিব ভাই আমাকে বলেছিলেন শুধু সঠিক জায়গায় বল করতে।’
×