ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় ॥ গোটা সৈকত মুখরিত

প্রকাশিত: ২০:৪১, ২২ জানুয়ারি ২০২১

কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় ॥ গোটা সৈকত মুখরিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ দুই দিনের সরকারি ছুটিসহ অপেক্ষাকৃত কম শীত থাকায় কুয়াকাটায় পর্যটকের এখন উপচেপড়া ভিড় রয়েছে। শুক্রবার শেষ বিকেলে গোটা সৈকতের বেলাভূমে পর্যটকে ঠাঁসা ছিল। সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকনে সাগরের ওয়াটার লেভেলের কাছে ভিড় ছিল লক্ষণীয়। পর্যটকের পদভারে গোটা সৈকতসহ কুয়াকাটা মুখরিত হয়ে আছে। পিকনিক পার্টির ভিড়ও রয়েছে লক্ষণীয়। কুয়াকাটার শতাধিক হোটেল-মোটেল পরিপূর্ণ হয়ে আছে পর্যটকে। আধুনিক হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপক মো. সাহজ্জেদ আহমেদ মিতুল জানান, একটি পার্টিসহ গোটা হোটেল পর্যটকে পূর্ণ রয়েছে। একই অবস্থার কথা জানালেন কুয়াকাটা গেস্ট হাউসের স্বত্তাধিকারী ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ। পর্যটকরা ঘুরে দেখছেন কুয়াকাটার ঐতিহ্যবাহী প্রাচীন শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধবিহার, রাখাইন পল্লী, কুয়াকাটার প্রাচীন নৌকা, লেম্ফুর চর বনাঞ্চল, শুটকি পল্লী এবং গঙ্গামতি সৈকতের বেলাভূমি। দীর্ঘ ১৮ কিমি সৈকত ঘুরে দেখছেন আগতরা। পারিবারিকভাবে আসা পর্যটকরা আবার নৌ-বিহারে চরবিজয়সহ ফাতড়ার বনাঞ্চল ঘুরে দেখছেন। পর্যটকের আগমনে কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেল ছাড়াও খাবার হোটেল এবং বিভিন্ন ধরনের দোকানপাটে কেনাকাটার ভিড় রয়েছে। তবে খাবার হোটেলের মান এবং দাম নিয়ে পর্যটকের ক্ষোভ রয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, পর্যটকের নিরাপত্তাসহ সকল ধরনের প্রস্তুতি রয়েছে।
×