ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাসকাট থেকে আসা যাত্রীর কাছ থেকে ৭ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ১৬:২৯, ২২ জানুয়ারি ২০২১

মাসকাট থেকে আসা যাত্রীর কাছ থেকে ৭ কেজি সোনা উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাত কেজি ২৯০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। আজ শুক্রবার সকালে সারোয়ার উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক এই তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। শুক্রবার আনুমানিক সকাল ১১টার দিকে মাসকাট থেকে ইউএস বাংলার ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। যার ওজন মোট সাত কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যাত্রী সারোয়ার উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। ডেপুটি কমিশনার(প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি মামলা দায়ের করে যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।
×