ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ১০০ গৃহহীন পাচ্ছে সরকারী বাড়ি

প্রকাশিত: ১৬:২৪, ২২ জানুয়ারি ২০২১

আদমদীঘিতে ১০০ গৃহহীন পাচ্ছে সরকারী বাড়ি

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার একশ’ জন ভূমি ও গৃহহীন পাচ্ছে সরকারী ভাবে নির্মিত দূর্যোগ সহনীয় বাড়ি। সরকারের খাস জমিতে নির্মান হচ্ছে এসব বাড়ি। উপজেলার ৬টির মধ্যে ৫ ইউনিয়নে খাস জমিতে বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে উপজেলার প্রকৃত ভুমি ও গৃহহীনদের পুর্ণবাসনে এক কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রতিটি বাড়ির জন্য দুই শতক জমিতে দুইটি সেমিপাকা ঘড়, বারান্দা, রান্নাঘর এবং স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণের ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। নির্বাচিত ৫ ইউনিয়নের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে বাড়ি সংখ্যা-৯। ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বাড়ি সংখ্যা-১০, সান্তাহার ইউনিয়নে বাড়ি সংখ্যা-১৪, কুন্দুগাম ইউনিয়নে বাড়ি সংখ্যা-৭ এবং চাঁপাপুর ইউনিয়নের সর্বাধিক ৬০টি বাড়ি। এপ্রকল্পের প্রধান হিসাবে কাজ বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।
×