ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে ১৪৭৮টি গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর

প্রকাশিত: ১৬:২৩, ২২ জানুয়ারি ২০২১

জামালপুরে ১৪৭৮টি গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার (২৩ জানুয়ারি) সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এদিন জামালপুর জেলায় এক হাজার ৪৭৮টি পরিবারকে তাদের বরাদ্দের জমি ও ঘরের দলিলপত্র বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প হতে জামালপুর জেলায় প্রথম ও দ্বিতীয় দফায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন এক হাজার ৪৭৮টি পরিবারকে পুনর্বাসনের জন্য এক হাজার ৪৭৮টি ঘর নির্মাণের জন্য ২৫ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা এবং ঘর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য প্রতিটি ঘরের জন্য আরো চার হাজার টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। তিনি আরো জানান, বরাদ্দকৃত অর্থ দিয়ে জেলার সাতটি উপজেলায় এক হাজার ৪৭৮টি ঘরের মধ্যে এক হাজার ২২০টি আধাপাকা ঘর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকিঘরগুলোর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে এক হাজার ৪৭৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ান প্রস্তুত করা হয়েছে। প্রতিটি পরিবারকে তাদের ঘরের স্বত্ব বুঝিয়ে দেওয়ার জন্য জমি ও ঘরের সকল দলিলপত্র সম্বলিত একটি করে ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। জলা প্রশাসক বলেন, গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও ঘর বুঝিয়ে দিতে কাল শনিবার (২৩ জানুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী শেক হাসিনা সারাদেশে একযোগে ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। কাল শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপরই জামালপুর জেলার সাতটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দলিলপত্র বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি পরিবারের হাতে। এসব অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা, আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এ কর্মসূচী বাস্তবায়নে জেলায় কর্মরত সকল সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
×